আঁধার
- শাহরিয়ার আসিফ - (পংক্তি) ০৭-০৫-২০২৪

হৃদয়ে যেন তিমির নামিছে আজ!
বায়সের গর্জনে প্রভাত জাগি,
আশাগুলো যেন দুপুরের কাকফাটা রৌদ্রর।
বৈকাল কাটিল শূন্যতায়,
নামে সন্ধ্যা আঁধারি সাঁঝ।

ঠুনকো হস্তে দিকভ্রান্ত পথিক,
চারদিক যেন আচ্ছন্ন আঁধারে,
আলোক আজ আর জ্বলবেনা কভু!
সবি স্বপ্ন যেন ধরিল লাজ।
হৃদয়ে যেন তিমির নামিছে আজ!!!

অচৈতন্য পথিক ভূলিছে আশা,
পথ এড়িয়ে ধরিছে নিরবতা।
আজ বোধ হয় কভুও জাগবেনা আলো,
আঁধারিরে তাই আজ আপন করিলো।।

নিষ্প্রাণ দেহে আঁধারিরে করি বন্দনা,
আঁধারে আশা, আঁধারে ভালবাসা।
আজি আঁধারে মিশি ছাড়িছে নিশ্বাস,
তাই আঁধারে করিছে বাস।
হৃদয়ে যেন তিমির নামিছে আজ!!!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।